- মে ৭, ২০২০
- শীর্ষ খবর
- 541
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর পৌরশহরে কানাইঝুষি (২১) নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করে খুন।
নিহত কানাই মাধবপুর পৌর শহরের গংগা নগর গ্রামের ফটিক ঝৃষির ছেলে।
বৃহস্পতিবার (৭ মে) রাত ৭টার দিকে শহরের নোয়াগাও ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। এঘটনার পরপরই পুলিশ মুল ঘাতক রামপ্রসাদ ও ভানু ঝৃষি কে গ্রেফতার করেছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, কয়েক দিন আগে রাম প্রসাদ কানাইকে পাগল ডাকলে রাগের বসে কানাই মামপ্রসাদকে একটি থাপ্পর মারে। এঘটনার পর বিষয়টি পারিবারিকভাবে নিস্পত্তি করা হয়। কিন্তু রামপ্রসাদের ক্ষোভ রয়ে যায়।
]বৃহস্পতিবার সন্ধ্যায় কানাই ব্রীজ এলাকায় গেলে পুর্ব থেকে উৎপেতে থাকা রামপ্রসাদ ও তার কয়েক সহযোগী এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে গুরুত্বর আহত অবস্হায় মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ রামপ্রসাদ ও ভানু নামে দুজন কে গ্রেফতার করেছে।
সিলেটভিউ২৪ডটকম