• মে ৮, ২০২০
  • শীর্ষ খবর
  • 583
দক্ষিণ সুরমায় ভাতিজার হাতে চাচা খুন

নিউজ ডেস্কঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আব্দুল জব্বারের (৫৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ মে) দুপুর আড়াইটার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার ওই গ্রামের টুটন উল্লাহর ছেলে। এ ঘটনায় ভাতিজা ফাহিম আহমদকে (২১) তাৎক্ষণিক আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, একই বাড়িতে পাশাপাশি ঘরের বাসিন্দা তারা। বাড়ির জায়গা নিয়ে ঝামেলার জের ধরে ফাহিম তার চাচাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করেন। মরদেহের পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।