• মে ৮, ২০২০
  • শীর্ষ খবর
  • 846
ওসমানীর সেই ১৫ চিকিৎসকের করোনা নেগেটিভ

নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আক্রান্ত সেই ১৫ ইন্টার্ন চিকিৎসকের দ্বিতীয় দফায় পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।

দ্বিতীয় দফায় তাদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

জানা গেছে, গত সোমবার (৪ মে) ওসমানী হাসপাতালের ১৬ ইন্টার্ন চিকিৎসক করোনা পজিটিভ বলে ঢাকা থেকে নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ১৫ জন মেয়ে, একজন ছেলে।

এরপর দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা শেষে গতকাল বৃহস্পতিবার আক্রান্ত ওই ১৫ জন মেয়ে ইন্টার্ন চিকিৎসককে করোনা নেগেটিভ তথা করোনামুক্ত বলে ফলাফলে দেখানো হয়।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, ‘সেই ১৫ চিকিৎসক দুই দিনের মধ্যে করোনা নেগেটিভ সনাক্ত হয়েছেন। ২৪ এপ্রিল তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। ওসমানীর ল্যাবে নমুনার চাপ থাকায় ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে পরীক্ষা শেষে ফলাফল আসতে দেরি হয়। আমরা ৪ মে তাদের ফলাফল পজেটিভ বলে জানতে পারি। এর আগেই কিন্তু বেশ কয়েকদিন পেরিয়ে যায়। এরপর দ্বিতীয় দফায় তাদের নমুনা পরীক্ষা করানো হয়। সেখানে ফলাফল আসে নেগেটিভ।’

আরেকবার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এলে এসব ইন্টার্ন চিকিৎসককে পুরোপুরি করোনামুক্ত বলে ছাড়পত্র দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন এই কর্মকর্তা।

এদিকে, ওসমানীর আরেক ইন্টার্ন চিকিৎসক (১৬ জনের একজন) বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। দ্বিতীয় দফায় তার নমুনা পরীক্ষা এখনও হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।