• মে ৯, ২০২০
  • শীর্ষ খবর
  • 588
হবিগঞ্জের ডিসির করোনা নেগেটিভ

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসানের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় শরীরে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

গতকাল শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এ তথ্য জানান হয়।

এর আগে গত রবিবার ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো প্রতিবেদনে বলা হয়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন, রবিবার ডিসি কামরুল হাসানের নমুনা পুনরায় পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে থেকে তার করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি জানানো হয়েছে। আবারও পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হবে।

এ বিষয়ে ডিসি কামরুল হাসান বলেন, ‘আমিও নেগেটিভ হওয়ার কথা শুনেছি। আবারও নমুনা পরীক্ষা করলেই অধিকতর নিশ্চিত হওয়া যাবে।’

এদিকে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত জেলায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা ও ব্যাংকার রয়েছেন ৪৮ জন।