• মে ১৩, ২০২০
  • শীর্ষ খবর
  • 635
শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসক আইসিইউতে

নিউজ ডেস্কঃ সিলেটে শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন করোনা ভাইরাসে আক্রান্ত গাইনি চিকিৎসক দিলীপ কুমার ভৌমিকের শারীরিক অবস্থা অবনতি। তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, ডা. দিলীপ কুমার ভৌমিকের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল (সংকটাপন্ন বা গুরুতর)। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ডা. দিলীপ কুমার ভৌমিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ছিলেন। অবসরে যাওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে গাইনি বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।

নমুনা পরীক্ষায় গত ৪ মে দিলীপ কুমার ভৌমিক করোনা আক্রান্ত বলে শনাক্ত হন। প্রথমে তাকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হয়। গত ১০ মে তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়া হয়।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে দেশে চিকিৎসকদের মধ্যে মারা যাওয়া মঈন উদ্দিনের সিলেটের বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। ৫ এপ্রিল আক্রান্ত শনাক্ত হওয়ার পর ১৫ এপ্রিল তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান।