- মে ১৩, ২০২০
- শীর্ষ খবর
- 778
নিউজ ডেস্কঃ সিলেট বিভাগের চার জেলায় এক দিনেই নতুন করে আরও ৩০ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন।
বুধবার (১৩ মে) সিলেট ওসমারী মেডিকেলের পিসিআর ও ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে পরীক্ষায় ৩০ জনের করোনা পজেটিভ আসে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান সিলেটভিউকে জানান, ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারের সিলেট ,সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার পাঠানো নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে সিলেটের ৫ জন, সুনামগঞ্জের ১২ ও হবিগঞ্জ জেলার ৫ জন রয়েছেন।
অপর দিকে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে বুধবার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৮ জনের শরীরে ধরা পড়ে করোনা। আক্রান্ত সবার বাড়ি মৌলভীবাজার জেলায়। সব মিলিয়ে সিলেট বিভাগের ৪ জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩৪৬ জনে। তন্মধ্যে সিলেট জেলাতেই রয়েছেন ৯৩ জন।
উল্লেখ্য, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় জটের কারণে বর্তমানে নতুন সংগৃহীত নমুনা পাঠানো হয় ঢাকায়।