• মে ১৪, ২০২০
  • বিজ্ঞপ্তি
  • 534
খন্দকার মুক্তাদিরের পক্ষে জেলা বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে সিলেট সদর উপজেলায় দরিদ্র দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

ধারাবাহিক খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার লামারগাওয়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, বিএনপি নেতা প্রবীণ মুরব্বী তমিজ উদ্দিন, বিএনপি নেতা আব্দুস সালাম, জুনেদ আহমদ ও যুবদল নেতা নুর আহমদ প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীর এই দুঃসময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি জনতার পাশে রয়েছে। জাতির এই দুর্যোগময় মুহুর্তে দরিদ্র দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিগত একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রতিদ্বন্ধী প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। ইতোমধ্যে তাঁর পক্ষ থেকে ধাপে ধাপে সিলেট সদর উপজেলার বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর ধারা অব্যাহত রয়েছে। সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়াঁনোর জন্য সামর্থবানদের প্রতি আহবান জানান তারা।