- মে ১৪, ২০২০
- বিজ্ঞপ্তি
- 611
নিউজ ডেস্কঃ বিশিষ্ট শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক (ইমেরেটাস) ড. আনিসুজ্জামানের মৃত্যুতে শ্রীমঙ্গলের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “উদ্দীপ্ত তারুণ্য” শোক প্রকাশ করেছে।
সংগঠনটির পক্ষে সংগঠনটির মুখপাত্র সানজিতা শারমিন শোকবার্তায় বলেন,ড.আনিসুজ্জামান ছিলেন আমাদের চেতনার বাতিঘর,উনার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে তারা আরো বলেন, ক্ষণজন্মা এ মনীষীর কাছে বাঙালি জাতি চিরঋণী হয়ে থাকবে। তিনি ছিলেন এক আলোকবর্তিকা। তাঁর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারাল। প্রগতিশীল চেতনার অধিকারী এ মহান ব্যক্তিকে বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।
দেশে গুণগত শিক্ষার প্রসার ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে তিনি অনবদ্য ভূমিকা রেখে গেছেন। তাঁর মতো একজন গুণী শিক্ষাবিদের মৃত্যু জাতির যে ক্ষতি হল, তা সহজে পূরণ হবার নয়।