• মে ১৪, ২০২০
  • শীর্ষ খবর
  • 726
দক্ষিণ সুরমায় ওয়েল্ডিং কারখানায় বিস্ফোরণ, নিহত ২

নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমার কুচাই এলাকায় ওয়েল্ডিং কারখানায় জ্বালানী বহনকারী লরী মেরামতের সময় বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে দক্ষিণ সুরমার কুচাই এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আলমপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘটনাস্থল থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে এবং অপর দুজন ঘটনাস্থলেই মারা যান।

বিস্ফোরণের ঘটনায় নিহতেরা হলেন, মা ইঞ্জিনিয়ারিংয়ের মালিক কমর উদ্দিন (৩৫) এবং তেলবাহী গাড়ির চালক মনির উদ্দিন (৫০)। আহত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে মোগালাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।