- মে ১৪, ২০২০
- শীর্ষ খবর
- 804
নিউজ ডেস্কঃ সিলেটে বিভাগে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। নতুন শনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজন সিলেট জেলার ও একজন মৌলভীবাজারের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে মোট ২২টি নমুনা পরীক্ষা করে এই দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৩৪৮ জনে দাঁড়ালো। এদের মধ্যে মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয় মোট ৫৭ জনের মধ্যে। এছাড়া হবিগঞ্জ জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১২২ জন। যা বিভাগের ৪ জেলার মধ্যে সর্বোচ্চ। এদিকে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ জন ও সিলেটে করোনা শনাক্ত হয়েছে ৯৪ জনের শরীরে।