• মে ১৫, ২০২০
  • শীর্ষ খবর
  • 518
জকিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নিরাপত্তা এক ব্যক্তির মৃত্যু

জকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সামসুল ইসলাম সামুল (৪৮) সিলেট শহরে সিকিউরিটি কোম্পানিতে কাজ করতেন। তিনি উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের মৃত মাস্টার ইসহাক আলীর পুত্র ।

মৃত ব্যক্তির ভাই মুকুল আহমদ জানান, নিহত সামুল এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। তার ডায়াবেটিসও ছিল। অসুস্থ অবস্থায় গত তিনদিন আগে সিলেট থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জানান, ঐ ব্যক্তির দাফনকার্য সম্পন্ন করতে সেচ্ছাসেবী টিমকে সুরক্ষা সামগ্রী দিয়ে পাঠানো হয়েছে। তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল আসলে বিস্তারিত জানা যাবে।