- মে ১৯, ২০২০
- শীর্ষ খবর
- 569
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আসায় করোনাভাইরাস মুক্ত হয়েছেন।
সোমবার (১৮ মে) রাতে ঢাকা থেকে মনিরুজ্জামানে দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আসে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতিয়াক মামুন নির্বাচন কর্মকর্তাকে করোনা ভাইরাস মুক্ত হিসেবে ছাড়পত্র দিয়েছন।
এরআগে গত ২৯ এপ্রিল মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার করোনা রিপোর্টে পজিটিভ আসে। এর পর তিনি হোম আইসোলেশনে থেকে ডা. ইশতিয়াক মামুনের চিকিৎসাধীন ছিলেন। পরপর দুটো ফলো আপ রিপোর্টে মনিরুজ্জামানের নেগেটিভ আসে। শেষ রিপোর্ট আসে গত সোমবার রাতে।