- মে ১৯, ২০২০
- বিজ্ঞপ্তি
- 1042
নিউজ ডেস্কঃ করোনা মহামারিতে অসহায় মানুষ মধ্যে ইফতার ও নদগ অর্থ বিতরণ করেছে সামাজিক সংগঠন নবোদিত সিলেট।
মঙ্গলবার (১৯ মে) সিটি করপোরেশন এলাকার বিভিন্ন এলাকায় রাস্তার পাশের ১০০ জন অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
বিতরণ কালে সংগঠনের প্রতিষ্টাতা মাজেদুল ইসলাম নাঈম জানান, করোনার এই দুঃসময়ে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে ডোনেশন কালেক্ট করে কয়েকটি পরিবারকে ইফতারের শুকনা সামগ্রী ও নগদ অর্থ দেয়েছি। এছাড়া গত সপ্তাহে আমরা দুই দিনে সদর উপজেলার জালালাবাদ থানার আশেপাশের কিছু এলাকায় ৫৫ জন আর ৫০ জন করে পথের মধ্য থাকা অসহায় মানুষকে ইফতার করিয়েছি। আজ মঙ্গলবার আমরা সিলেট সিটি করপোরেশন এলাকায় ১০০জন রাস্তার পাশের অসহায় মানুষদের ইফতার করিয়েছি। ইনশাআল্লাহ এ কার্যক্রম আমরা চালিয়ে যাব রমজান যত দিন আছে ততদিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য আব্দুল মকসুদ রাহি, মাহফুজ হাসান, সাদি খান, মাহি প্রমুখ। বিজ্ঞপ্তি