- মে ১৯, ২০২০
- শীর্ষ খবর
- 674
নিউজ ডেস্কঃ সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু ঘটেছে। তিনি জ্বর, স্বর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. জন্মেজয় দত্ত জানান, সন্ধ্যা ৭টার দিকে জ্বর, কাশি, সর্দি নিয়ে সিলেটের ৫০ বছর বয়েসি মোগলাবাজার থানার একজনের মৃত্যু হয়েছে। মৃতের নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, ওই ব্যক্তি গতকাল (সোমবার) করোনার উপসর্গগুলো নিয়ে শামসুদ্দিনে ভর্তি হয়েছিলেন।