• মে ২০, ২০২০
  • শীর্ষ খবর
  • 508
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২০মে) সন্ধ্যায় ছাতকের নোয়ারাই এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে মধ্যস্থতাকারীও রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের মারামারির ঘটনা নিয়ে এক সালিশ বৈঠকে নোয়ারাই গ্রামের কমর আলী ও ইদন আলীর পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত কমর আলী, জাবেদ আলী, আমির আলী, আকমল মোস্তফা ও মুক্তার আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ছাতক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।