- মে ২০, ২০২০
- শীর্ষ খবর
- 664
নিউজ ডেস্কঃ সিলেটে বুধবার একদিনেই ওসমানীর পিসিআর ল্যাব ২২ ও শাবি ল্যাবে ২৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। বিভাগে একদিনেই মোট ৪৫ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন।
বুধবার থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়। প্রথমদিনেই এই ল্যাবে ২৩ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্ত হয় আরও ২২ জনের।
দুই ল্যাব মিলিয়ে বুধবার মোট ৪৫ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ৪৪ জনই সিলেট জেলার ও ১ জন মৌলভীবাজারের জুড়ি উপজেলার।
বিজ্ঞাপন
বুধবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবকে সিলেট সদর উপজেলার ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ফলে শনাক্ত হওয়া ২৩ জনই সদর উপজেলার।
এদিকে, বুধবার ওসমানী মেডিকেল কলেজে মোট ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ২২ টি পজেটিভ আসে। যাদের পজেটিভ এসেছে তাদের মধ্যে ২১ জনই সিলেট জেলার ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
জানা যায়, বুধবার ওসমানী হাসপাতালে শনাক্ত হওয়ারা সিলেট নগরী, কানাইঘাট, গোলাপগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
সবমিলিয়ে সিলেট বিভাগে মোট ৪৯৪ জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে সিলেট জেলারই ২২৯ জন।