- মে ২১, ২০২০
- শীর্ষ খবর
- 538
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলায় নতুন করে দুই পুলিশ সদস্যসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার ২১ মে সন্ধ্যায় ঢাকার ল্যাব থেকে পাঠানো নমুনার ফলাফলে ৬ জনের করোনা পজেটিভ আসে বলে জানিয়েছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে ও সুস্থ হয়েছেন ৫০জন।
জানা যায়, সুনামগঞ্জ পুলিশ লাইনসের দুইজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া তাহিরপুর উপজেলায় ৩জন ও ছাতক উপজেলায় ১জন করোনা আক্রান্ত হয়েছেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, করোনা আক্রান্ত দুই পুলিশ সদস্য জেলা শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনস হাসপাতালে আইসোলেশনে আছেন। অন্য আক্রন্তদের ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি।
উল্লেখ্য, গত মাসের ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়, যা আজ বৃহস্পতিবার পর্যন্ত ৮৯ জনে দাঁড়িয়েছে।