• মে ২১, ২০২০
  • শীর্ষ খবর
  • 561
হবিগঞ্জে নতুন আরও ২১ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলায় নতুন করে স্বাস্থ্যকর্মীসহ সরকারী কর্মকর্তা কর্মচারীসহ আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ঢাকার ল্যাব থেকে আসা রিপোর্টে এই ২১ জনের করোনা শনাক্ত হয়।

হবিগঞ্জের ডেপুটি ডা. মো. মখলিসুর রহমান বলেন, শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাট ১৪ জন, সদর উপজেলায় ১ জন, লাখাইয়ে ১ জন, নবীগঞ্জে ২ জন, বাহুবলে ২ জন ও মাধবপুরে ১ জন।

এদের মধ্যে ১৪ জন পুরুষ, ৬ জন নারী ও এক শিশু রয়েছে। আর স্বাস্থ্যকর্মীসহ সরকারী কর্মকর্তা কর্মচারী রয়েছেন ৯ জন।

এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ জন ও মারা গেছেন ১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যাল সূত্রে জানা গেছে হবিগঞ্জের ২১ জনসহ এ পর্যন্ত সিলেট বিভাগে ৫২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২২৫ জন, সুনামগঞ্জে ৮২ জন ও মৌলভীবাজারে ৬১ জন।