• মে ২২, ২০২০
  • শীর্ষ খবর
  • 580
যুবলীগ নেতা শামীম ও তার ভাই অস্ত্রসহ আটক

নিউজ ডেস্কঃ সিলেট নগরী থেকে অস্ত্রসহ ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ ও তার ছোট ভাই শাহিনুর রহমানকে আটক করেছে র‍্যাব-৯।

বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ৩ টার সময় শেখঘাটের ২৫০ নং বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের অস্ত্র ব্যবসায়ী দাবি করে র‍্যাব জানায়, শামীম ও শাহিনের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মেজর মো. শওকাতুল মোনায়েম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলেও র‍্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটকের পর তাদের দুইজনকে সিলেট নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।

তিনি বলেন, রাতে আটক করা হলেও শুক্রবার (২২ মে) সকাল ১১ টার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।

এরআগে শেখঘাটের একটি ব্যবসা-প্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা রয়েছে বলেও জানান ওসি সেলিম মিয়া।