- মে ২২, ২০২০
- লিড নিউস
- 879
নিউজ ডেস্কঃ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন মারা গেছেন।
শুক্রবার (২২ মে) রাত ৯টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক জন্মেজয় দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, মৌলভীবাজারের সাবেক ওই সিভিল সার্জন করোনার উপসর্গ নিয়ে শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হোন। রাত নয়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, মৃত্যুর আগেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পরই জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না। স্বাস্থ্যবিধি অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।