• মে ২৪, ২০২০
  • শীর্ষ খবর
  • 746
সিলেটে কাউন্সিলর আজাদসহ আরও ২৮ জন করোনা আক্রান্ত

নিউজ ডেস্কঃ সিলেটে মহামারি করোনা ভাইরাসে নতুন করে সিটি করপোরেশনের (সিসিক) ২০নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদসহ আরও ২৮ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।

রবিবার ২৪ মে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আজাদের করোনা শনাক্ত হয়।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের পজেটিভ এসেছে এদের মধ্যে সকলে নতুন নয়, কিছু ফলোআপ টেস্টও রয়েছে। অর্থাৎ, আগে কিছু টেস্টের ফলাফল যথাযথ আসেনি, সেগুলো আবার টেস্ট করা হয়েছে।

আক্রান্তের তথ্য নিশ্চিত করে কাউন্সিলর আজাদ বলেন, শরীরে জ্বর অনুভব করায় শনিবার আমি ওসমানীর ল্যাবে প্রয়োজনীয় নমুনা প্রদান করি। রবিবার ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি করোনাক্রান্ত বলে আমাকে জানানো হয়েছে। আজাদ বলেন, আমি শারীরিকভাবে সুস্থ আছি এবং বাসায় রয়েছি।

রোববার ওসমানী মেডিকেল কলেজেোর পিসিআর ল্যাবে মোট ১২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৫ জনের পজেটিভ আসে।

অপর দিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আজ রবিবার ৮৪টি নমুনা পরীক্ষায় ৩ জন করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।