- মে ২৬, ২০২০
- শীর্ষ খবর
- 528
সুনামগঞ্জ প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলায় নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন।
আক্রান্তদের মধ্যে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামের একজন এবং একই ইউনিয়নের ভিকারগাঁও গ্রামের ২ জন। তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
এ নিয়ে দোয়ারাবাজারে মোট আক্রান্তের সংখ্যা ৯ জন। আগের আক্রান্ত হওয়া ৬ জনের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি একজনকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।