- মে ২৬, ২০২০
- লিড নিউস
- 788
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটের বিভিন্ন শপিংমল দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
বুধবার (২৭ মে) থেকে খুলবে শুকরিয়াসহ কয়েকটি মার্কেট, আর বৃহস্পতিবার থেকে আল-হামরা শপিংমলসহ বাকিগুলোও খোলা থাকবে।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন বুধবার থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে ও আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ মেনেই যথানিয়মে সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হবে।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ সারাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর গত ১০ মে থেকে সীমিত আকারে খোলার অনুমতি দেয় সরকার। তবে সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ সকল শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু বন্দরবাজারস্থ হাসান মার্কেট ও লালদিঘীরপার হকার মার্কেট করোনা ঝুঁকির মাঝেও ঈদের আগে মার্কেট খোলা রেখেছিল।