• মে ২৬, ২০২০
  • লিড নিউস
  • 564
সিলেটে আরও ১৮ জন করোনা আক্রান্ত সনাক্ত

নিউজ ডেস্কঃ সিলেটে নতুন করে আরও ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের পজেটিভ আসে।

তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানিয়েছেন, আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৮টি নমুনার ফল আসে পজিটিভ। অর্থাৎ নতুন করে সিলেট জেলার আরো ১৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মে) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা হয়নি ।