• জুন ২, ২০২০
  • শীর্ষ খবর
  • 591
সিলেটে দুই চিকিৎসকসহ আরও ৬৫ জন করোনা আক্রান্ত

নিউজ ডেস্কঃ সিলেটে নতুন করে দুই চিকিৎসকসহ আরও ৬৫জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাব ও শাবির পিসিআর ল্রাবে তাদের করোনা পজেটিভ আসে। আক্রান্তরা সিলেট জেলা ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত বলেন, ‘ওসমানী হাসপাতালের ল্যাবে আজ মঙ্গলবার ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে দুইজন চিকিৎসকও রয়েছেন। শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা।’

অপর দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা শনাক্ত হয়।

এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২২৭ টি নমুনা গ্রহণ করা হয় বলেও জানান তিনি।