• জুন ৪, ২০২০
  • শীর্ষ খবর
  • 548
সুনামগঞ্জে আরও ৩১ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরও ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) শাবির ল্যাবের ফল মিলিয়ে সুনামগঞ্জে মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ২৫০ জন।

শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, বৃহস্পতিবার শাবির পিসিআর ল্যাবে ২৬৯টি নমুনা গ্রহণ করা হয়। এর মাঝে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩১ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।