- জুন ৪, ২০২০
- লিড নিউস
- 557
নিউজ ডেস্কঃ সিলেটে বিভাগে নতুন করে আরও ৯১ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৬০ জন ও সুনামগঞ্জ জেলায় ৩১ জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বৃহস্পতিবার (৪ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ ৬০ জনের করোনা শনাক্ত হয়। তিনি জানান, ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এরমধ্যে ৬০ টি পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশিরভাগ সিলেট সদর উপজেলা নগরীর বাসিন্দারা রয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন।
অপর দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরও ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।