- জুন ৫, ২০২০
- বিজ্ঞপ্তি
- 1134
নিউজ ডেস্কঃ ছাতক উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ছৈলাআফজলাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী তৈমুছ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী।
শুক্রবার (৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় মিজান চৌধুরী বলেন, মরহুম হাজী তৈমুছ আলী বিএনপির একজন বিশ্বস্ত নেতা এলাকার সবার গ্রহনযোগ্য সালিশী ব্যক্তিত্য ছিলেন। তার মৃত্যুতে ছাতক উপজেলা বিএনপি একজন অভিভাবককে হারালো। যা কখনও পূরন হবার নয়।
৪ আল্লাহ তা’আলা তাকে জান্নাতের সর্বোচ্চ আসনে স্থান দিন ও জান্নাতুল ফেরদৌস দান করুন। মহান আল্লাহর দরবারে তার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবার-পরিজন ও আত্মীয় স্বজনের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ উত্তম ধৈর্য্য ধারণের তাওফিক দান করুন, আমিন।