- জুন ৫, ২০২০
- শীর্ষ খবর
- 431
নিউজ ডেস্কঃ করোনা রোগীদের চিকিৎসায় সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও দুই ভেন্টিলেটর দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (৫ জুন) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভেন্টিলেটর দু’টি হস্তান্তর করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এসময় উপস্থিত ছিলেন- ওসমানী মেডিক্যাল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, উপ-পরিচালক হিমাংশ লাল রায়, সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র, পররাষ্ট্রমন্ত্রীর পিএস শফিউল আলম জুয়েল, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদসহ প্রমুখ।
করোনা চিকিৎসায় সিলেট শহীদ ড. শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রথমে দু’টি ভেন্টিলেটরের ব্যবস্থা ছিল। পরবর্তীতে ঢাকা থেকে আরও নয়টি ভেন্টিলেটর আনা হয়। এরপর গত ৩ জুন আরও তিনটি ভেন্টিলেটর যুক্ত হয়। এখন হাসপাতালটিতে ভেন্টিলেটরের সংখ্যা ১৬টি।