- জুন ৫, ২০২০
- শীর্ষ খবর
- 1132

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলায় নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে।
শুক্রবার (৫ জুন) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৪ জনের করোনা শনাক্ত হয়।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ১০জন, সদর উপজেলার ২ জন, নবীগঞ্জের ১ জন ও আজমিরিগঞ্জের ১ জন রয়েছেন।
নতুন ১৪ নিয়ে হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০৮ জনের। আর সিলেট বিভাগে এ সংখ্যা ১৩৫৮ জন।
এরআগে শুক্রবার দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ২২ জনের করোনা শনাক্ত হয়।