- জুন ৯, ২০২০
- লিড নিউস
- 472
নিউজ ডেস্কঃ সিলেট ও সুনামগঞ্জ জেলায় নতুন করে আরও ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সিলেট জেলার ৫০ জন ও শাবির পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ২২ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫০টি পজেটিভ আসে।
তিনি জানান, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার অধিবাসী বেশি। শনাক্তদের মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন।’
অপর দিকে সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। যার ২২ টি পজিটিভ। নতুন শনাক্ত হওয়া ২২ জনসহ সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩৫১ জনের। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭০০ জন।
যার মধ্যে সিলেটে ৯৮৯ জন, মৌলভীবাজারে ১৫২ জন, সুনামগঞ্জে ৩৫১ ও হবিগঞ্জে ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।