• জুন ১১, ২০২০
  • লিড নিউস
  • 553
সিলেটে নতুন আরও ৪৭ জন করোনা আক্রান্ত শনাক্ত

নিউজ ডেস্কঃ সিলেট জেলায় ভয়াবহ রুপ নিচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার আরও ৪৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১০ জন।

বৃহস্পতিবার (১১ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে বৃহস্পতিবার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার বাসিন্দা বেশি। শনাক্তদের মধ্যে চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৬৩ জন। রাতে নতুন ৪৭ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ১ হাজার ২১০ জন।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ২১০ জন, সুনামগঞ্জে ৪১৯ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন রয়েছেন।