- জুন ১৩, ২০২০
- বিজ্ঞপ্তি
- 940
নিউজ ডেস্কঃ সাবেক ছাত্রনেতা ও সিলেট সিটি ক্লাবের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী।
শনিবার (১৩ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় মিজান চৌধুরী বলেন, আমার ছোটবেলার বন্ধু জাকির হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
তিনি বলেন, আল্লাহ তা’আলা মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ আসনে স্থান দিন ও জান্নাতুল ফেরদৌস দান করুন। শোকাহত পরিবার-পরিজন ও আত্মীয় স্বজনের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ উত্তম ধৈর্য্য ধারণের তাওফিক দান করুন, আমিন।