- জুন ১৪, ২০২০
- লিড নিউস
- 753
নিউজ ডেস্কঃ সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ইন্তেকাল করেছেন।
সোমবার (১৫ জুন) ভোর রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
ঢাকায় কামরানের সঙ্গে থাকা তার ছোট ভাই মাসুক উদ্দিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর যুবলীগ নেতা মেহেদী কাবুল।
গত ৫ জুন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কামরানের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। ওইদিন রাতে বাসায় আইসোলেশনে ছিলেন কামরান। পরদিন শনিবার বমি আর জ্বর নিয়ে নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় ৭ জুন তাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়।
এর আগে তাঁর স্ত্রী আসমা কামরান গত ২৭ মে করোনাভাইরাসে সংক্রমিত হন।