• জুন ১৪, ২০২০
  • শীর্ষ খবর
  • 450
সুনামগঞ্জে আরও ৪৯ জন করোনা আক্রান্ত সনাক্ত

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে (কোভিট-১৯) নতুন করে আরও ৪৯ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। শাবির পিসিআর ল্যাবে ৪৮ ও ওসমানী মেডিকেলের পরীক্ষায় ১ জনের করোনা পজেটিভ আসে।

রবিবার (১৪ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির আরটি-পিসিআর ল্যাবে ২২৫টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪৮জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

প্রসঙ্গত, শাবির ল্যাবে নতুন ৪৮ জন শনাক্তের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো প্রায় ৬০১ জনে।