- জুন ১৫, ২০২০
- বিজ্ঞপ্তি
- 564
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী।
সোমবার (১৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় মিজান চৌধুরী বলেন, বদর উদ্দিন আহমেদ কামরান ছিলেন সিলেট অঞ্চলের রাজনৈতিক অঙ্গনের সম্প্রীতির প্রতীক। সিলেটের রাজনৈতিক অঙ্গনের এক জ্বলমলে সম্প্রীতির মানুষ ছিলেন বদর উদ্দিন আহমেদ কামরান। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে সিলেটের, সিলেটবাসী হারিয়েছে তাদের একটা বিশ্বস্ত ঠিকানা।
মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করি। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমীন।