• জুন ২০, ২০২০
  • শীর্ষ খবর
  • 703
সিলেটের কোর্টে করোনার হানা, আক্রান্ত ১১

নিউজ ডেস্কঃ এবার সিলেটের আদালতে করোনাভাইরাসের হানা, সিলেট চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ১১ জন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন পেশকার, পিয়ন, ড্রাইভার ও গানম্যান। এই ১১ জনের মধ্যে ৭ জনের শরীরে গতকাল ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষাকালে ধরা পড়ে করোনাভাইরাস।

আর বাকি চারজন শনাক্ত হন গত দুই দিন আগে। এই চারজনের পরীক্ষাও হয় ওসমানী হাসপাতালের ল্যাবে। করোনা আক্রান্ত এই ১১ জনই এখন হোম আইসোলেশনে ভালো আছেন।

এসব বিষয় নিশ্চিত করেছেন সি‌লেট চিফ মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট আবুল কা‌শেম।

তিনি আজ শনিবার (২০ জুন) দুপুরে জানান, সিলেট চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের পেশকার, পিয়ন, ড্রাইভার ও গানম্যান পদের ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তারা সবাই নিজ নিজ বাসায় আইসোলশনে আছেন এবং তারা সবই এখন পর্যন্ত সুস্থ্য আছেন।

ম্যা‌জি‌স্ট্রেট আবুল কা‌শেম জানান, তাদের মধ্যে ১০ জনের শরীরেই কোনো উপসর্গ নেই। শুধু একজনের আছে। চিকিৎসকদের পরামর্শমতে তারা ওষুধ সেবন করছেন।