- জুন ২০, ২০২০
- লিড নিউস
- 451
নিউজ ডেস্কঃ সিলেটে নতুন করে আরও ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
শনিবার (২০ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৭ জন রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭০৫ জনে দাঁড়ালো।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
জানা গেছে, শনাক্তের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ১৭ জন, হবিগঞ্জ সদরের ১১ জন, বানিয়াচং উপজেলার ৩ জন, চুনারুঘাট উপজেলার একজন রয়েছেন। শনাক্তের মধ্যে র্যাব-৯ সিলেটের সদস্য, হবিগঞ্জের পুলিশ সদস্য ও সিলেট সিভিল সার্জন কার্যালয়ে কর্মরতরা রয়েছেন।
আজ সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪ জনের। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৫৬ জনের। এ পর্যন্ত সিলেট জেলায় সুস্থ হয়েছেন ২৩৩ জন। সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৬৩৮ জন।
প্রসঙ্গত, সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় গত ৫ এপ্রিল। প্রথম মৃত্যু হয় ১৫ এপ্রিল।