- জুন ২১, ২০২০
- শীর্ষ খবর
- 449
নিউজ ডেস্কঃ সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসায় আইসোলেশনে থাকবেন।
রোববার (২১ জুন) দুপুর ২টায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এখন থেকে তিনি বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন বলে নিশ্চিত করেছেন গণফোরাম আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।
তিনি আরও বলেন, আহবায়ক কমিটির সদস্য মোকাব্বির খান এমপির জন্য দোয়া, খোঁজখবর নেওয়ার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞ।