• জুন ২২, ২০২০
  • জাতীয়
  • 462
করোনা কে জয় করলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্কেঃ করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার সর্বশেষ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে।

মন্ত্রীর ভাগনি গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন এসব তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী রোববার (২১ জুন) রাতে তার ঢাকাস্থ মিন্টো রোডের বাসায় ফিরেছেন বলে তিনি জানান।

এর আগে গত ১২ জুন নমুনা পরীক্ষায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরদিন তাদেরকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।