• জুন ২৪, ২০২০
  • লিড নিউস
  • 595
সিলেটে নতুন করে আরও ৭৮ জনের করোনা সনাক্ত

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন করে আরও ৭৮ জন শনাক্ত হয়েছে।

বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৬৬ জন রয়েছেন। এছাড়া গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, এবং বিয়ানীবাজারের একজন করে রয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯ জন রয়েছেন এই তালিকায়। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী ও র‌্যাব সদস্যও আছেন।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭৪ জনের। এরমধ্যে সুনামগঞ্জের ৮৯৬ জন, হবিগঞ্জের ৪৯২ জন ও মৌলভীবাজারের ৩৬৪ জন রয়েছেন।

আজ সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৬ জনের। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৬০ জনের। এ পর্যন্ত সিলেট জেলায় সুস্থ হয়েছেন ২৭১ জন। সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৮১৪ জন। সিলেট জেলায় ৯১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।