• জুন ২৮, ২০২০
  • লিড নিউস
  • 474
সিলেট আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে

নিউজ ডেস্কঃ

সিলেট জেলায় হত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭১ জন সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ৩৯ জন এবং বিভিন্ন উপজেলার ২৮ জন রয়েছেন।

রবিবার ২৮ জুন ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৭১ জনের রিপোর্ট পজেটিভ আসে।

সিলেট ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে রবিবার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ৩৯ জন, বিশ্বনাথের ৭ জন, জকিগঞ্জের ৫ জন, গোলাপগঞ্জের ৪ জন, বিয়ানীবাজারের ২ জন, ফেঞ্চুগঞ্জের ২ জন, দক্ষিণ সুরমার ৩ জন, কানাইঘাট, বালাগঞ্জ, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের একজন করে রয়েছেন।