• জুন ২৮, ২০২০
  • শীর্ষ খবর
  • 552
করোনামুক্ত হলেন সাংবাদিক বাবলু ও সুলতান সুমন

নিউজ ডেস্কঃ করোনামুক্ত হলেন সিলেটের আরো দুই সাংবাদিক। তারা হলেন দৈনিক সমকালের সিলেট ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু এবং দৈনিক আলোকিত সময়ের সিলেট ব্যুরো প্রধান, দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও সিলেট সান ডটকম’র বার্তা সম্পাদক সুলতান সুমন।

এরআগে আরো ৪ টিভি সাংবাদিক করোনামুক্ত হন। শনিবার (২৭ জুন) তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। দ্বিতীয়বারের মত ২২ জুন কোভিড-১৯ ফলোআপ পরীক্ষার জন্য শহীদ শামসুদ্দিন হাসপাতালে নমুনা দিয়ে আসেন।

তারা জানান, গত ৩১ মে তাদের শরীরে একটু জ্বরের লক্ষণ দেখা দেওয়ায় কোভিড-১৯ টেস্ট করান। আর ৪ মে তাদের পজেটিভ রেজাল্ট আসে। তবে তারা দু’জন সুস্থ ছিলেন। তাদের শরীরে কোন উপসর্গ ছিলনা। আর দুজনই নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। তখন সহকর্মী, দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের সুস্থতার জন্য প্রার্থনা করেন।

ফয়সল আহমদ বাবলু ও সুলতান সুমন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর সবাইকে সতর্কতার সঙ্গে চলাচল করার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, এরআগে সিলেটের আরো ৪ সাংবাদিকের কোভিড-১৯ পজেটিভ ছিলেন। দ্বিতীয় টেস্টে তাদের কোভিড-১৯ ফলাফল নেগেটিভ আসে। তাদের মধ্যে রয়েছেন ৭১ টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, যমুনা টিভির ক্যামেরা পার্সন নিরানন্দ পাল, ইন্ডিপেণ্ডেন্ট টেলিভিশনের মাধব কর্মকার ও চ্যানেল এস এর রুহিন আহমদ।