• জুন ২৮, ২০২০
  • জাতীয়
  • 587
সেনজেন ভিসা তালিকায় নেই বাংলাদেশ

নিউজ ডেস্কঃ আগামী ১ জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সীমানা খুলে দিলেও বাংলাদেশের নাগরিকদের জন্য আপাতত বন্ধ থাকছে। ফলে বাংলাদেশের নাগরিকরা ভিসা পাবে না।

রোববার ( ২৮ জুন) ইউরোপের সেনজেন ভিসা পাবে এমন ৫৪টি দেশের নাম প্রকাশ করা হয়েছে। তবে সেই তালিকায় নাম নেই বাংলাদেশের।

করোনা পরিস্থিতির উন্নয়ন হওয়ায় ইউরোপ সেনজেন ভিসা সুবিধা পুনরায় চালু করছে। প্রথম ধাপে এই সুবিধা পাচ্ছে ৫৪টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে-অস্ট্রেলিয়া, আলজেরিয়া, অ্যান্ডোরা, আলবেনিয়া, অ্যাঙ্গোলা, বাহামাস, ভুটান, নামিবিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা, কানাডা, চীন, কোস্টারিকা, কিউবা, উত্তর কোরিয়া, ডোমিনিকা, মিশর, ইথিউপিয়া, জর্জিয়া, গায়ানা, ইন্দোনেশিয়া, জ্যামাইকা, কাজাখস্তান, লেবানন, মরিশাস, ভিয়েতনাম, মোনাকো, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, ভেনেজুয়েলা, মরোক্কো, মোজাম্বিক, নিউজিল্যান্ড, জাম্বিয়া, নিকারাগুয়া, পালাউ, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, তাজিকিস্তান, লেবানন, জাপান, থাইল্যান্ড, তিউনিসিয়া, তুরস্ক, উগান্ডা, তুর্কমেনিস্তান, প্যারাগুয়ে, কসোভা, ইউক্রেন, উরুগুয়ে, ভ্যাটিকান সিটি ও মিয়ানমার ও ভারত।

সূত্র জানায়, করোনা পরিস্থিতির উন্নয়ন হলে ইউরোপীয় ইউনিয়ন ধীরে ধীরে অন্যান্য দেশের জন্যও সেনজেন ভিসা চালু করবে। কয়েক ধাপে এই ভিসা সুবিধা চালু হতে পারে।