- জুন ৩০, ২০২০
- শীর্ষ খবর
- 438
নিউজ ডেস্কঃ সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা করোনাভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন। দ্বিতীয়বার করোনা শনাক্তকরণ পরীক্ষায় তাঁর ‘নেগেটিভ’ ফলাফল এসেছে।
পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত জেদান আল মুসা জানান, গেল ১৪ জুন তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর থেকে বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। গত ২৫ জুন তিনি দ্বিতীয়বার করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন।
তিনি জানান, আজ মঙ্গলবার পরীক্ষার ফলাফল জানতে পেরেছেন তিনি। ফলাফলে তাঁকে করোনামুক্ত বলে জানানো হয়েছে।
প্রক্রিয়া মেনে কয়েক দিন পরে তৃতীয় দফায় নমুনা পরীক্ষা করাবেন জেদান আল মুসা।
আক্রান্ত হওয়ার পর যারা খবর নিয়েছেন, সাহস দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এই পুলিশ কর্মকর্তা। তাঁর পরিবারের সদস্যরা সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, জেদান আল মুসাকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে কয়েক দিন আগে। আগামীকাল বুধবার তিনি এসএমপি’র দায়িত্ব আরেক কর্মকর্তার কাছে সমঝে দেবেন। এরপর তিনি রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগদান করবেন।