- জুন ৩০, ২০২০
- লিড নিউস
- 726
নিউজ ডেস্কঃ সিলেটে জেলায় নতুন করে ১২ চিকিৎসকসহ আরও ৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে তাদের করোনা পজেটিভ আসে।
মঙ্গলবার (৩০ জুন) ওই ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ৭২ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সিলেট জেলার বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৫৮ জন, বিয়ানীবাজার উপজেলার ৮ জন, বিশ্বনাথ উপজেলার ৩ জন, জৈন্তা, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার একজন করে রয়েছেন। বাকী তিনজন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সবমিলিয়ে সিলেট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪২ জনের।