- জুলাই ১, ২০২০
- শীর্ষ খবর
- 557

জকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটে থেকে ছেড়ে যাওয়া জকিগঞ্জগামী যাত্রীবাহী বাস কানাইঘাটে খাদে পড়ে উল্টে যায়। এতে প্রায় ৩৫ জন আহত খবর পাওয়া গেছে।
বুধবার ১ জুলাই সকাল ১১ টার দিকে কানাইঘাট উপজেলার সড়কের বাজারের ছত্রনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া জকিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসগাড়ি কানাইঘাট উপজেলার সড়কের বাজারের ছত্রনগর এলাকায় এসে পৌছার পর সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন দুর্ঘটনা কবলিত গাড়ির ভিতর থেকে আহত যাত্রীদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এতে প্রায় ৩৫ জন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে বড় ধরনের হতাহতের কোন খবর পাওয়া পায়নি।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।