- জুলাই ৩, ২০২০
- শীর্ষ খবর
- 645
নিউজ ডেস্কঃ সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় মানিকপীর টিলায়। এরপরে তার লাশ নিয়ে যাওয়া হবে বালাগঞ্জের দেওয়ানবাজারে। সেখানে রাত ৮টায় দ্বিতীয় জানাযার নামাজ সম্পন্নের পর কুলুমা গ্রামে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম জানান, আজ সন্ধ্যা সাড়ে ৫টায় মানিকপীরের টিলা সংলগ্ন মাঠে মরহুম এম এ হকের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
লাশ দাফন করা হবে তার জন্ম স্থান বালাগঞ্জে। আজ শুক্রবার রাত ৮টা পর তাঁর জন্ম মাঠি বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের কুলুমা গ্রামে মা-বাবার কবরের পাশে তাকে শায়িত করা হবে।