• জুলাই ৭, ২০২০
  • শীর্ষ খবর
  • 349
সিলেটের ১৪ করোনা রোগী প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত সিলেটের ১৪ জন দরিদ্র রোগীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি থাকা এসব রোগীদের জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ সহায়তা দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষে নেজারত ডেপুটি কালেক্টর মো. এরশাদ মিয়া রোগীদের জন্য অর্থ সহায়তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব জানান, করোনাভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ এসেছে। সেই বরাদ্দ থেকে জেলার অসহায় ও গরিব রোগীদের অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এমন কার্যক্রম অব্যাহত থাকবে।