- জুলাই ১০, ২০২০
- লিড নিউস
- 761
নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমার ভাবনা পয়েন্ট এলাকায় সন্ত্রাসী হামলায় সিলেট বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) নিহত ও বাবলা নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে সড়ক অবোরধ করে রেখেছে শ্রমিকরা।
শুক্রবার ১০ জুন রাত ১১ টার দিকে এ গটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার রাতে দক্ষিণ সুরমার কদমতলী বাবনা পয়েন্ট এলাকার রিপনকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানীর মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্তরে টায়ার জালিয়ে অবরোধ করছেন শ্রমিকরা।